আজকাল ওয়েবডেস্ক: একের পর এক বিতর্কিত মন্তব্য। হঠাৎই শিরোনামে গৌতম গম্ভীর। এস শ্রীসন্থের পর এবার তাঁর পরবর্তী নিশানা মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপজয়ী অধিনায়ককে কটাক্ষ করে অন্য সতীর্থের পাশে দাঁড়ালেন গম্ভীর। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির মারা সেই ছক্কা ইতিহাসের পাতায় উঠে গিয়েছে। রবি শাস্ত্রী বলেছিলেন, "ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল।" এখনও সেই ছয় এবং শাস্ত্রীর ধারাভাষ্যের কথা প্রায় উঠে আসে। যা একেবারেই নাপসন্দ গম্ভীরের। তিনি মনে করেন, ২০১১ বিশ্বকাপের আসল নায়ক ছিলেন যুবরাজ সিং। তাঁকেই ভুলে গিয়েছে সবাই। এই প্রসঙ্গে একটি পডকাস্টে গম্ভীর বলেন, "২০১১ বিশ্বকাপে কে সেরা হয়েছিল সেটা সবার মনে আছে। কিন্তু এখন আর কেউ ওর কথা বলে না। ওর প্রচার করার কেউ নেই। অনেকেই যোগ্য সম্মান পায়নি বলে দাবি করে। কিন্তু তাঁরা নিজেরাই যোগ্যদের সম্মান দেয় না। তাঁদের ছোট করার চেষ্টা করে।" কার দিকে ইঙ্গিত করছেন বুঝতে অসুবিধা নেই। ঘুরিয়ে রবি শাস্ত্রীকেও একহাত নেন। গম্ভীর বলেন, "সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকারদের দায়িত্ব সবাইকে যোগ্য সম্মান দেওয়া। একজনকে পুরো সময় দিলাম, আর অন্যজনকে মাত্র ১০ মিনিট! এটা গ্রহণযোগ্য নয়।" উল্লেখ্য, সম্প্রতি একের পর এক ঘটনায় চর্চায় উঠে আসছেন গম্ভীর। সদ্য শ্রীসন্থের সঙ্গে "ফিক্সার" মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন। এবার অকারণেই ধোনিকে খোঁচা মেরে অহেতুক মন্তব্য করে বসলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর।
